চীনা টিকার সাথে মডার্নার লক্ষাধিক টিকাও আসছে আজ

১৩ জুলাই শুরু মডার্নার টিকাদান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৪:৩৯ পূর্বাহ্ণ

সিনোফার্মের তৈরি আরো ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা চট্টগ্রামে আসছে আজ। একই সাথে আসছে মডার্নার লক্ষাধিক (১ লাখ ৫ হাজার ৬০০) ডোজ টিকাও। রোববার সকাল ৭টার দিকে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌছাঁবে। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সিনোফার্মের তৈরি আরো ৭৮ হাজারের সামান্য বেশি ডোজ টিকা চট্টগ্রামের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
বরাদ্দ দেয়া এসব টিকা রোববার সকালে এসে পৌঁছাবে বলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। একই সাথে মর্ডানার লক্ষাধিক টিকাও আসছে জানিয়ে সিভিল সার্জন বলেন, মডার্নার টিকা আরো কয়েকদিন পরে আসার কথা ছিল। কিন্তু টিকাগুলো কয়েকবারে না পাঠিয়ে একইসাথে যদি পাঠানো যায়, তবে ভালো হয়। এ নিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি। এখন একই সাথে মর্ডানার টিকাও পাঠানো হচ্ছে। মডার্নার লক্ষাধিক টিকা পাঠানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।
টিকা পৌঁছানোর পর তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ রাখা হবে। পরবর্তীতে সিনোফার্মের তৈরি টিকা উপজেলা পর্যায়ে পাঠানো হবে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিনোফার্মের তৈরি টিকা উপজেলা পর্যায়েও প্রয়োগ করা হবে। তাই এই টিকা উপজেলা পর্যায়েও পাঠানো হবে। তবে মর্ডানার টিকা কেবল সিটি কর্পোরেশন এলাকাতেই দেয়া হবে। রোববার টিকা চলে আসলে ১৩ জুলাই থেকে মর্ডানার টিকাদান কার্যক্রম শুরুর সম্ভাবনার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এর আগে প্রথম দফায় সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। টিকা প্রাপ্তির পর গত ১৯ জুন থেকেই চীনা এ টিকার প্রয়োগও শুরু হয়েছে চট্টগ্রামে। মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেয়ার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এ টিকাদান শুরু হয়। পরে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি অগ্রাধিকার তালিকাভুক্ত অন্যদের টিকাদান কার্য়ক্রমও শুরু হয়। যা বর্তমানে চলমান রয়েছে। তবে চমেক হাসপাতাল কেন্দ্রের বাইরে চট্টগ্রামের আরো দুটি (চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল) কেন্দ্রেও চীনা এ টিকাদান কার্যক্রম চলছে।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় সবমিলিয়ে ৮ লাখ ডোজের সামান্য বেশি (অঙফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকা পায় চট্টগ্রাম। ৭ ফেব্রুয়ারি এই টিকার প্রথম ডোজ টিকাদান উদ্বোধনের পর গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয় চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে- চট্টগ্রামে এ পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজারের মতো টিকাগ্রহীতা তাদের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে চট্টগ্রামের (মহানগরসহ জেলায়) মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন মানুষ এই (অঙফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকার প্রথম ডোজ নেন। হিসেবে প্রথম ডোজ নেয়া আরো প্রায় লক্ষাধিক টিকা গ্রহীতা দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। এরই মাঝে প্রথম ডোজ গ্রহণের পর অনেকের সময়ের ব্যবধান তিন মাস পার হতে চলেছে। অনেকের আরো বেশি। কিন্তু দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৩ মৃত্যু শনাক্তের হার ৩১.৬২ শতাংশ
পরবর্তী নিবন্ধপাথরঘাটার সেই বাড়ি সংরক্ষণের নির্দেশ, অধিগ্রহণ প্রক্রিয়া শুরু