চীনা ওষুধ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ কিম

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা চীনের তৈরি ইনজেকশন গ্রহণের পর মারা গেছেন। এ ঘটনা জানার পর দেশটির নেতা কিম জং উন রেগে গিয়ে পিয়ংইয়ংয়ের প্রধান হাসপাতালগুলোতে চীনা ওষুধ ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে ডেইলি এনকে। যুক্তরাজ্যের মিরর পত্রিকার অনলাইনেও সংবাদটি প্রকাশ করা হয়েছে।
মারা যাওয়া ওই কর্মকর্তার বয়স ছিল ষাটের কোটায়। তিনি কিম জং ইল যুগ থেকে একজন বিশ্বস্ত আমলা ছিলেন। তিনি উচ্চ রক্তচাপের সাথে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। পিয়ংইয়ং মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে তাকে কোকারবঙিলেসের একটি ডোজ ইনজেকশন দেওয়া হয়েছিল, যা সাধারণত রোগীদের ক্লান্তি থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য ব্যবহৃত হয়। তবে উত্তর কোরিয়ায়, এই ওষুধটি ফুসফুসের অসুস্থতা, উচ্চ রক্তচাপ এবং এমনকি সংক্রামক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। বাণিজ্য নিষেধাজ্ঞা ও করোনা মহামারির কারণে বর্তমানে ওষুধের সংকটে পড়েছে উত্তর কোরিয়া। আমদারি পরিবর্তে এবার দেশেই ওষুধ তৈরির কথা ভাবছে দেশটি। জানা গেছে, কিম এমন একজন প্রতিভাবান কর্মকর্তাকে হারানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি চীনের করোনা ভ্যাকসিনের নমুনা নিয়ে বিশ্লেষণ ও গবেষণা বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানসিক সংকট কাটানোর উপায় খুঁজতে হবে
পরবর্তী নিবন্ধএই দিনে