চিহ্নমেলা লিটলম্যাগ সম্মাননা পেল চট্টগ্রাম থেকে প্রকাশিত ছোটকাগজ ‘তৃতীয় চোখ’। গত মঙ্গলবার চিহ্নমেলা মুক্তবাংলা উদ্যোক্তা ও ‘চিহ্ন’ সম্পাদক অধ্যাপক ড. শহীদ ইকবাল ও প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তৃতীয় চোখের সম্পাদক আলী প্রয়াসের হাতে সম্মাননা তুলে দেন।
ছোটকাগজ চিহ্ন’র আয়োজনে পঞ্চমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের শহীদুল্লাহ চত্বরে বাংলা ভাষার লিটলম্যাগের সর্ববৃহৎ আসর শুরু হয়েছিল ১৭ ও ১৮ অক্টোবর। চিহ্নমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিম বাংলার প্রখ্যাত লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত ও কবি নির্মলেন্দু গুণ।
‘চিহ্নমেলা মুক্তবাংলা’ নামে এই আসরে দেশি-বিদেশি প্রায় দুইশটি লিটল ম্যাগাজিনসহ চার শতাধিক লেখক-পাঠক-সম্পাদক অংশ নেন। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাভাষী প্রায় দেড় শতাধিক লেখক, সম্পাদক ও তাত্ত্বিক এতে অংশ নেন। মেলায় তিন ক্যাটাগরিতে সাহিত্য পুরস্কার, চিহ্ন সারস্বত সম্মাননা ও নির্বাচিত ছোটকাগজকে ‘চিহ্ন লিটলম্যাগ সম্মাননা’ প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।