চিহ্নিত মাদক ব্যবসায়ী বাইট্টা মনির সীতাকুণ্ডে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

অবশেষে পাহাড়তলী থানা পুলিশের পাতা ফাঁদে ধরা পড়লো চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির হোসেন প্রকাশ বাইট্টা মনির (৪৫)। গত ৭ মার্চ সীতাকুণ্ড থানাধীন আব্দুল জলিল এলাকা থেকে পাহাড়তলী থানার একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। ওসি পাহাড়তলী মোহাম্মদ কেপায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাপ্ত তথ্যমতে, পাহাড়তলী থানাধীন আজম সড়ক ও নোয়াপাড়ার বড়ুয়া ভবনের পাশের বস্তিতে মনিরের নেতৃত্বে চলে মাদক ব্যবসা। স্থানীয়রা জানান, মনির দীর্ঘদিন শহীদ লেইন (বিহারী কলোনি) এলাকায় মাদক ব্যবসা করছে। সে প্রথমে শহীদ লেইনে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ ঘর এবং দোকান তৈরি করে। আর সেখানেই শুরু করে মাদকের রমরমা ব্যবসা। বর্তমানে সে সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল সিডিএ এলাকায় বসবাস করে। মাঝে মধ্যে এসে তার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে। আজম সড়ক ও শহীদ লেইন এলাকার রেল লাইনের পাশে তার মাদকের মূল কারবার চলে। মনিরের বিরুদ্ধে সিএমপি এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনদীতে পানি স্বল্পতা, কর্ণফুলী পেপার মিলে উৎপাদন ব্যাহত
পরবর্তী নিবন্ধবিজিএমইএ নির্বাচন আজ