চিলি ম্যাচের আগে দর্শকদের সতর্ক করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:১০ অপরাহ্ণ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যালারিতে দর্শকদের কোনো ধরনের আপত্তিকর ও বৈষম্যপূর্ণ শ্লোগান দেওয়া থেকে বিরতে থাকতে অনুরোধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অন্যথায় নিষেধাজ্ঞাও আসতে পারে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দলের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। রিভারপ্লেটের এস্তাদিও মাস মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচকে ঘিরেই মূলত বাড়তি সতর্কতা দেশটির ফুটবল অভিভাবক সংস্থার।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের জন্য খাবার-উপহার দিল লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী
পরবর্তী নিবন্ধটেস্ট র‌্যাংকিংয়ে সর্বনিম্ন অবস্থানে পাকিস্তান