চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুনে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল জুন মাসে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া। এ ছাড়া বছর শেষের দিকে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামতে পারে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে, আগামী ৫ জুন সান্তিয়াগোতে চিলির বিপক্ষে ও ১০ জুন বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। যদিও আর্জেন্টিনার জন্য ম্যাচগুলো আনুষ্ঠানিকতা মাত্র। তবে প্রতিপক্ষদের জন্য এগুলো বাঁচামরার লড়াই।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক হৃদরোগ চিকিৎসার সঙ্গে জড়িয়ে আছে ডা. জামাল আহমদের নাম
পরবর্তী নিবন্ধকানাডা থেকে ছাড়পত্র পেলেন সামিত