চিরায়ত বৈশাখ

আহসানুল হক | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

বাংলা সালের প্রথম তারিখ

পয়লা বোশেখ দিন

বাঙালিদের হয় উৎসব

আনন্দ রঙিন !

 

আসে সবাই শোভাযাত্রায়

ধর্মগোত্রহীন

টাকডুম টাকডুম বাদ্য বাজে

বাজে খুশির বীণ !

 

খাঁ খাঁ রোদের তীব্র দাহন

নববর্ষের হয় আবাহন,

বাউল কবির গান

 

মুছে দিয়ে জীর্ণতাকে

দু:জরা শীর্ণতাকে,

ফুল ফসলে পূর্ণতাকে

জানায় আহবান !

পূর্ববর্তী নিবন্ধচামেলির বৈশাখ
পরবর্তী নিবন্ধবৈশাখী উৎসব