শোকাবহ আগস্টের প্রথম দিবসে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন পরিচালনা পরিষদের সভাপতি শফিউল আজম শেফু, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, সহকারী প্রধান শিক্ষক উবাইদুল হক, সিনিয়র শিক্ষক অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা প্রমুখ। বক্তারা বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রজন্মকে তৈরি করতে হবে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে। বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।











