আকাশের বাড়ি সাদা কালো মেঘ রূপকথা হয়ে ফোটে
পাতায় পাতায় বাতাসের গানে ভয় পেয়ো না যে মোটে।
গাছে গাছে দেখি পাখিদের কত সুমধুর সুরে গান
গঙ্গা–যমুনায় ঢেউয়ে ঢেউয়ে দেখি শরতের টান।
বিলে ঝিলে কত শাপলা কুঁড়িতে শিল্পীর আঁকা ছবি
মেঠো পথে পথে শিউলি ঝরছে অপরূপ যেন সবই।
নীলের সীমানা রঙধনু বেয়ে নামছে গাঁয়ের কাছে
ছন্দের তালে কাশবন জুড়ে আনন্দ ঢেউ নাচে।
উদাসী বাউল একতারা হাতে জীবনের গান তোলে
প্রকৃতির মাঝে আল্পনা যেন বাতাসের বুকে দোলে।
এই যেন এক চিরচেনা রূপ বাংলার ঘরে ঘরে
শরৎ এসেছে শরৎ এসেছে স্বপ্নের ঢালা ভরে।