তোমাদের চিরকুমার সভাকে গতকাল বিদায় জানালাম,
হঠাৎ আমার মনের আকাশে ভেসে এলো
ভালোবাসার মেঘ,
জীবনে নির্মল আনন্দ পেতে একাকীত্ব নয়
বেছে নিলাম গৌতম দর্শন মধ্যমপন্থা অবলম্বন
অবনীর দর্শনে আমার এতোদিনের ছন্নছাড়া জীবন যৌবন
যেনো ফিরে পেলো নতুন বর্ষার সবুজাভ প্রাণ
আমাকে ক্ষমা করো হে চিরকুমার সভা
ভালোবাসাকে না করতে পারিনি বলে
অবনীকে ফিরিয়ে দিতে পারিনি বলে।