চিরকুট লিখে তরুণের ‘আত্মহত্যা’

কক্সবাজারে ১৯ দিনে ৪ জনের আত্মাহুতি

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে আত্মহত্যা প্রবণতা বেড়েই চলেছে। কক্সবাজার শহরে গত ১৯ দিনে তিন তরুণীসহ ৪ জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সর্বশেষ শনিবার রাতে শহরের খুরুশকুল সড়কের ভাড়া বাসায় কক্সবাজার সিটি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ক্য ছে ওয়ান রাখাইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওই শিক্ষার্থীর চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ার বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর গতকাল রোববার দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে খুরুশকুল রাস্তার মাথা এলাকার রিহাব প্লাজার ৪র্থ তলায় ফ্যানে ঝুলানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার সাথে থাকা এক সহপাঠী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওই বাসায় ৫ জন ভাড়া থাকতো। কিন্তু আত্মহত্যার সময় একজন ছাড়া বাকী সবাই বাইরে ছিলো। এ সময় তার মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া যায়। যেখানে লেখা রয়েছে, আমি আর পারছি না এ সমাজের সাথে তাল মেলাতে, আমি ব্যর্থ সৈনিক, আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।

উল্লেখ্য, এর আগে ১২ সেপ্টেম্বর কক্সবাজার শহরের কলাতলী হোটেলমোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে মেরিনা আকতার (২৫) নামে এক তরুণীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ৮ সেপ্টেম্বর শহরের তারাবনিয়ার ছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানা আকতার প্রীতি (২২) নামে এক বিউটিশিয়ানের এবং ২৯ আগস্ট শহরের বৈদ্যঘোনা থেকে তন্নী চৌধুরী (২১) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যাশার তিন প্রকল্প চালু হচ্ছে অক্টোবরে
পরবর্তী নিবন্ধচসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিনের আত্মসমর্পণ