চিরআপন রবীন্দ্রনাথ

গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ শুধুই কবি নন

নোবেল কেন একটা দিলে তাকে

রবীন্দ্রনাথ বিশ্বকবি হন

আরো অনেক কিছুই পিছু ডাকে।

গল্প ছড়া নাটক উপন্যাস

ভুরি ভুরি লিখে গেছেন কবি

এক লেখাতেই নয় তো জীবন শেষ

এঁকে গেছেন জীবন্ত সব ছবি।

কবিগুরু গুরুকবিই বটে

সব কবিরই সেরা কবি তিনি

লেখাতে তাঁর কাণ্ড কত ঘটে

বহু নামেই কবিকে তাই চিনি।

একটি মোটে নোবেল পুরস্কারে

এমন কবির পায় পরিচয় কেউ

কবি তো এক জ্ঞানসমুদ্র পাড়ে

আছড়ে পড়া অতল জলের ঢেউ।

সেই ঢেউয়ে ভাসছে জগৎ পুরো

কবির আজও চিরসবুজ মন

বিশ্বকবি হন কখনও বুড়ো

লেখায় রেখায় তিনিই যে আপন।

পূর্ববর্তী নিবন্ধঅপ্রকাশিত গল্প
পরবর্তী নিবন্ধসত্যেরই হয় জয়