চেরাগী পাহাড় মোড়ে গতকাল বুধবার চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও পর্যটন স্থাপনা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিটন চাকমার সভাপতিত্বে এবং রোনাল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, চবি মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উথোয়াই মারমা, ছাত্র ফেডারেশনের কাজী আরমান, নিরাপদ সড়ক আন্দোলন বিভাগীয় সমন্বয়ক কাজী শফিকুল ইসলাম রাব্বি, চবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সায়মা আক্তার নিশু, ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) নগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপা মজুমদার, তিতাস চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রায়হান, জাতীয় মু্কি্ত কাউন্সিল (পূর্ব-৩, চট্টগ্রাম অঞ্চল) সদস্য সচিব অ্যাডভোকেট আমির আব্বাস তাপু, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রাম সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া।
সমাবেশে বক্তারা বলেন, চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও পযটন নির্মাণ বন্ধ করতে হবে। শেষে একটি মিছিল নগরীর প্রদক্ষিণ করে।