চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ডিজিটাল ডিসপ্লের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেন এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল হোসেন। সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি। আরো উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এনামুল হক।
এ বিষয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু তাহের আজাদীকে বলেন, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছিল এ আয়োজন। মূলত বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে এ ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআইনের শিক্ষার্থীরা মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠারও ছাত্র
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৫ জন