চিন্ময় কেন জামিন পাবেন না, প্রশ্ন হাই কোর্টের

দুই সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে বলেছে আদালত

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। জামিন চেয়ে চিন্ময়ের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাই কোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল জারি করে। জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, প্রবীর রঞ্জন হালদার ও দুলাল মল্লিক। রাষ্ট্রপক্ষে ছিলেন তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, আব্দুল জব্বার ভুঁইয়া ও আরশাদুর রউফ।

আসামির আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে বলেছে আদালত। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ফজলে আকবর শাহজাহানের মৃত্যুতে নাটাবের শোক
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মদিনায় প্রস্তুতি সভা