চিনি আমদানিতে শুল্ক অর্ধেক কমল

| বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক অর্ধেক কমাল সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস শাখা গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত অর্ধেক শুল্কে চিনি আমদানি করা যাবে। ফলে এখন থেকে প্রতি টন অপরিশোধিত সুগারবিট ও ক্যান সুগারের জন্য দেড় হাজার টাকা আমদানি শুল্ক দিতে হবে। এত দিন প্রতি টনে ৩ হাজার টাকা আমদানি শুল্ক দিতে হচ্ছিল। খবর বিডিনিউজের।

এছাড়া প্রতি টন পরিশোধিত (এইচএস কোড ১৭০১.৯৯.০০) চিনিতে আগের ৬ হাজার টাকার পরিবর্তে এখন দিতে হবে ৩ হাজার টাকা। দেশবন্ধু সুগারের একজন কর্মকর্তা জানান, শুল্ক কমানোর ফলে প্রতি কেজি চিনিতে দেড় টাকা করে ব্যয় সাশ্রয় হবে। বাজারে বর্তমানে প্রতি কেজি খোলা চিনির দাম ১৩০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১৩৫ টাকা।

পূর্ববর্তী নিবন্ধগলায় ফাঁস দিয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর ‘আত্মহত্যা’
পরবর্তী নিবন্ধআবারো সঙ্গীতে চলচ্চিত্র পুরস্কার পেলেন চট্টগ্রামের চন্দন সিনহা