চিত্রাঙ্কন শিশু-কিশোরদের প্রতিভা ও মননশীলতা বিকশিত করে : মেয়র

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর এম এ আজিজ জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিশুকিশোরদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা তাদের মেধা ও মননশীলতার জাগরণ ঘটায়, যা ভবিষ্যতে সৃজনশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা এবং শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুকিশোররা নান্দনিক চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা