‘সাফায়াত খান : একটি অসমাপ্ত গল্প’ শিরোনামে গত শনিবার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী মিলনায়তনে অঙ্গন থিয়েটার ইউনিটের উদ্যোগে প্রাক্তন সভাপতি ও চিত্রশিল্পী সাফায়াত খানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অঙ্গন থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার মিলন চৌধুরীর সভাপতিত্বে ও অঙ্গন থিয়েটার ইউনিটের সভাপতি অধ্যাপক সনজীব বড়ুয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাহবুব রহমান। এতে ‘সাফায়াত খান: একটি অসমাপ্ত গল্প ’ নামে একটি স্মারক সংকলন প্রকাশ করা হয়। অঙ্গন থিয়েটার ইউনিটের সদস্য সপ্রতিভ দাশের বাঁশিতে ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ গানের সুরে স্মরণ সভার সূচনা হয়। সাফায়াত খান অভিনীত ‘নিবারণের স্বপ্ন স্বদেশ’ নাটকের একটি দৃশ্যের দলীয় সংগীত পরিবেশন করে অঙ্গনের সদস্যবৃন্দ। স্মৃতিচারণ করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারন সম্পাদক মো. শাহ আলম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার লিটন, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, চলচ্চিত্র গবেষক আনোয়ার হোসেন পিন্টু, আলোকচিত্রী মউদুদুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনীর হেলাল, চারুশিল্পী সম্মিলনের বিজন মজুমদার,নাট্যজন শুভ্রা বিশ্বাস, কবি আবু মুসা চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামাল আখতার, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী,চিত্রশিল্পী উত্তম সেন,নাট্যজন অধ্যাপক ম সাইফুল আলম, কবি শিশির দত্ত, শ্যামা প্রসাদ চক্রবর্তী এবং সাফায়াত খানের সহধর্মিণী জাহানুর খান বেলি। সাফায়াত খানের কবিতা পাঠ করেন শারদ মাযহার। প্রেস বিজ্ঞপ্তি।