খুলশীস্থ চিত্রভাষা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বিখ্যাত চীনা শিল্পী ড. চাই জিং–এর ‘চাই জিং এঙপিডিশন : ডায়ালগ উইথ পার্ফরম্যান্স আর্টিস্ট অ্যান্ড কিউরেটর’ শীর্ষক পার্ফরম্যান্স আর্ট ও চিত্র প্রদর্শনী। শিল্পীর ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে চিত্রভাষা গ্যালারির আমন্ত্রণে এই বহুমুখী প্রতিভাধর শিল্পীর চট্টগ্রামে আগমন।
‘চাই জিং এক্সপিডিশন : ডায়ালগ উইথ পার্ফরম্যান্স আর্টিস্ট অ্যান্ড কিউরেটর’ শীর্ষক আয়োজনে শিল্পী দর্শকদের উপস্থিতিতে চট্টগ্রামের পার্ফরম্যান্স আর্টিস্টদের প্রতিকৃতি আঁকবেন এবং শিল্পী ও দর্শকদের সঙ্গে কথপোকথনে অংশ নিয়েছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত তার প্রদর্শনীর ৫৪ টি শিল্পকর্মের প্রতিলিপিও প্রদর্শিত হচ্ছে। এছাড়াও শিল্পী তার শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময়ে তিনি চট্টগ্রামের পার্ফরম্যান্স আর্টিস্ট জয়দেব রোয়াজার প্রতিকৃতিও আঁকা শুরু করেন। প্রদর্শনীর উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন শিল্পী জয়দেব রোয়াজা, পার্ফরম্যান্স আর্টিস্ট ও শিক্ষক অধ্যাপক নিলুফার চামান এবং নাট্য নির্মাতা ও চবি নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ। প্রদর্শনীটি চলবে আগামী ১১ মে পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।