চিত্রভাষা গ্যালারিতে খনার মেলা

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের খুলশীস্থ চিত্রভাষা গ্যালারিতে গতকাল বিকাল ৫টায় অনুষ্ঠিত হলো ‘খনার মেলা এবং আমাদের এই দেশদুনিয়া’ শীর্ষক কথামালা। ‘আলো হাওয়া বেঁধো না, রোগে ভুগে মরো না’ শিরোনামে খনার বচন নিয়ে উদ্বোধনী গানের মধ্যে শুরু হয় কথামালা। চিত্রভাষা গ্যালারির পরিচালক শিল্পী মইনুল আলম বলেন, খনার বচন লোকের মুখেমুখে। খনার চেতনাকে আরো ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বাংলার সকল প্রান্তে ছড়িয়ে পড়ুক। শিল্পী কফিল আহমেদসহ আগত সকল দর্শককে অভিবাদন জানান মইনুল আলম।

শিল্পী কফিল আহমেদ বলেন, মানুষ নিজের সংগ্রামের ভেতর দিয়েও পরিবেশের জন্যে সংগ্রাম চালিয়ে যেতে পারে। মানুষের সহজাত সরলতা এখানেই। খনা শাস্ত্রের চেয়েও বেশি কিছু। সকলে আপন করে বলছেন খনা তো আমারই ঘরের মেয়ে, আমার গ্রামেই তার বাস। তবে খনা আছে সবার মাঝে। সত্যমিথ্যা কল্পগল্প সব মিলিয়ে খনা আসলে একজন নারী, যিনি সত্যের কথা বলেন।

উক্ত আলাপআলোচনায় অংশ নেন অনুবাদক ও সাহিত্যিক আলম খোরশেদ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী শীলা মোমেন, সাহিত্যিক ফেরদৌস আরা আলীম, মঙ্গলঘোর পরিসরের উদ্যোক্তা বদরুন নূর চৌধুরী লিপন, কবি শুক্লা ইফতেখার প্রমুখ।

বক্তারা বলেন, জ্যোতির্বিদ বিদুষী খনার বচন প্রকৃতি আর মানুষকে কেবল ঐশ্বর্যশালী করলেও তাকে বলী হতে হয়েছে সততা, দৃঢ়তা, জ্ঞান আর সত্যভাষণের কাছে। যা আজও এযুগেও সমানভাবে চলমান। তাই খনা মানে খনার বচন নয় কেবল, আমাদের লোকজ উপাদানের প্রতি শ্রদ্ধা আর মিথ্যা নমনীয়তার বিরুদ্ধে প্রতিবাদ। এদেশেরই সুদূর নেত্রকোনায় আংগারুয়া নামের গ্রামের গহীন থেকে এবার চৈত্রসংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজন ছিল খনার মেলা’র। যার উদ্বোধনী শ্লোগান ছিল ‘আলো হাওয়া বেঁধো না, রোগে ভুগে মরো না’! খনা ছড়িয়ে আছে আমাদের সবার মাঝে, তাকে নিয়ে আরো কথা বলতে ও শুনতে চিত্রভাষা গ্যালারির আয়োজন ‘খনার মেলা এবং আমাদের এই দেশদুনিয়া’ শীর্ষক কথামালা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্বব্যাপী সমাদৃত
পরবর্তী নিবন্ধবৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় বার বার কেন ওঠে নাছির