অপহরণচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার নায়িকা নিঝুম রুবিনার করা মামলায় রাইড শেয়ারিং অ্যাপ উবারের এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রকি হোসেন নামের ওই ব্যক্তিকে রোববার দুপুর ২টার দিকে আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ। খবর বিডিনিউজের।
তিনি বলেন, গত মঙ্গলবার উবারের গাড়িতে করে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার সময় চালক রুবিনাকে অপহরণের চেষ্টা করেন, এমন অভিযোগে শুক্রবার রাতে তিনি নিজেই একটি মামলা করেন। এর প্রেক্ষিতে আমরা উবারচালক রকিকে গ্রেপ্তার করেছি। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অপহরণচেষ্টার বিষয়ে চিত্রনায়িকা রুবিনা মামলায় অভিযোগ করেছেন, গত মঙ্গলবার বনশ্রী থেকে ধানমন্ডি যেতে তিনি উবারের গাড়ি ডাকেন। গাড়িচালক বনশ্রী থেকে হাতিরঝিলে ঢোকার পর ধানমন্ডির দিকে যাওয়ার সড়ক না ধরে গুলশানগামী সড়ক ধরেন। জানতে চাইলে চালক বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। তখন তার গাড়িটি দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকায় রুবিনার সন্দেহ হওয়ায় থামাতে অনুরোধ করেন। একপর্যায়ে গাড়ির জানালার কাচ নামিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করেও কারও সাড়া পাননি তিনি। পরে এক পর্যায়ে গাড়ির গতি একটু কমলে দরজা খুলে লাফ দিয়ে নেমে পড়েন রুবিনা। এই ঘটনা নিয়ে ফেসবুকে এক পোস্টে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন চিত্রনায়িকা। ফেসবুকে তিনি লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনদুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না?