চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল ও মৃন্ময় আর্ট গ্যালারির আয়োজনে আটদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এতে চট্টগ্রাম, ঢাকা ও কলকাতার ১৯ জন আলোকচিত্রীর ২৯টি ছবি প্রদর্শিত হবে।
আজ বিকাল ৪টায় নগরীর জাকির হোসেন রোডে মৃন্ময় আর্ট গ্যালারিতে প্রদর্শনী উদ্বোধন করবেন আলোকচিত্রী শোয়েব ফারুকী। অতিথি থাকবেন সিপিএসের প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম।
এতে উপস্থিত থাকার জন্য মৃন্ময় আর্ট গ্যালারি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা শিল্পী সামিনা এম করিম ও চিত্রচিন্তা সম্পাদক আলোকচিত্রী আহমেদ রাসেল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












