চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল ও আলিয়ঁস ফ্রসেজ চট্টগ্রামের আয়োজনে আলোকচিত্র বিষয়ক ‘আর্টিস্টিক ভ্যালু অব ফটোগ্রাফি’ কর্মশালা আগামীকাল ২০ জুলাই নগরীর কেবি ফজলুল কাদের সড়কে আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক থাকবেন আলোকচিত্রী ডা. রশিদ উন নবী শুভ্র। কর্মশালায় স্যালন ফটোগ্রাফিতে অংশগ্রহণের কৌশল এবং লাইট, কম্পোজিশন ও এক্সপোজার বিষয়ে আলোচনা করা হবে।












