চিত্রচিন্তার আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী কাল থেকে

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে দুদিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আগামীকাল ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আগামীকাল বিকাল ৫টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন অনুবাদক ও শিল্প সমালোচক আলম খোরশেদ। অনুষ্ঠানে অতিথি থাকবেন আলোকচিত্রী মউদুদুল আলম, শোয়েব ফারুকী ও ডা. ইব্রাহীম ইকবাল। প্রদর্শনীতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ২০টি দেশের অর্ধশতাধিক পুরস্কারপ্রাপ্ত ছবি প্রদর্শিত হবে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য চিত্রচিন্তার সাধারণ সম্পাদক আলকচিত্রী আহমেদ রাসেল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার ইছালে ছাওয়াব মাহফিল কাল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ার চুনতি একই স্থানে পর পর তিন সড়ক দুর্ঘটনা,আহত ২