নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক এলাকায় চিড়িয়াখানার নির্মাণাধীন মেইন গেট ধসে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম, পুলিশ এবং স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান আজাদীকে বলেন, চিড়িয়াখানার নির্মাণাধীন মেইন গেট ধসে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
তিনি বলেন, আমরা তিন ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আহত ৫ শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশন থেকে জানানো হয়েছে, তিনটি গাড়ি ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।