চিটাগাং সোস্যাল বিজনেস সেন্টারের বোর্ড মিটিং

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেডের বোর্ড সভা গত ৯ মে দৈনিক আজাদী সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেন্টারের চেয়ারম্যান এম এ মালেক। ব্যবস্থাপনা পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী বোর্ড সভার এজেন্ডা উপস্থাপন করেন।

সভায় উপস্থিত সদস্যদের মধ্যে সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নানা প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং সেন্টার থেকে সমপ্রতি সেমিনার আয়োজনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে সেন্টারের ফিন্যান্স পরিচালক মোস্তাক হোসেইন, পরিচালক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, ওসমান গণি মুনসুর, পারভীন মাহমুদ, অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, এমরান মিয়া চৌধুরী, ইয়াছিন মাবুদ ও আবিদা সুলতানা। শেষে কেন্দ্রের চেয়ারম্যান ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার জন্য শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ডিস্ট্রিক্টের পক্ষে অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার