বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মুখর উদ্বেলিত পরিবেশে চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডের ঈদ পুনর্মিলনী উৎসব গতকাল সন্ধ্যায় ক্লাব ইউসিবি মিলনায়তনে উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজ আয়োজিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানিয়ে ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, আজকের এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণে আনন্দ–বিনোদনে নিজেদের জীবন ও কর্মকে গতিশীল করতে চাই। চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেড চট্টগ্রামের মর্যাদাবান নাগরিকদের মহামিলনের মঞ্চ। এখানে আমরা নিজেদের পেশাগত, পারিবারিক, সামাজিক মর্যাদাকে সমুন্নত করে সমাজ ও দেশকে আলোকিত করতে চাই এবং মানবিক দায়বদ্ধতা থেকে আমাদের প্রত্যেক সদস্য এ অঙ্গীকার পালনে ব্রতী হলে আজকের এ আয়োজন সার্থক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস, মোঃ জাহিদুল ইসলাম (মিরাজ), এম. ইয়াকুব আলী, ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন (রানা), সৌরিন দত্ত এবং ওয়ালিউল আবেদীন শাকিল উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য এম. এ. মালেক, মো. গোলাম মোস্তফা কাঞ্চন, এম.আর. দে, মোঃ আবুল বশর, ডা. সরফরাজ খান চৌধুরী, বেলায়েত হোসেন, গোপাল কৃষ্ণ লালা, কাজী মাহ্মুদ ইমাম (বিলু), এডভোকেট মনতোষ বড়ুয়া, মো. মুহিতুল আলম, মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, সিরাজুল হক আনছারী, সালেহ্ আহম্মদ, অঞ্জন কান্তি বিশ্বাস, ইঞ্জিঃ রবীন্দ্রনাথ ব্যানার্জি, ইঞ্জিঃ ইকবাল করিম, লিয়াকত আলী খান, এনামুল হক ইকবাল, ডা. বিদ্যুৎ কান্তি বিশ্বাস, উৎপল রক্ষিত, আমিনুল ইসলাম, মোহাম্মদ মুছা, এ.এম. শমসের তসলিম, শাহ্নেওয়াজ চৌধুরী, অমর কৃষ্ণ ভট্টচার্য্য, ওবাইদুল হক আলমগীর, মোহাম্মদ মহিউদ্দিন, এম.এ. কবির মিল্কী, এস.এম. আল–মামুন, ডা. সৈয়দ মেজবাহউল হক, মির্জা মোহাম্মদ আকবর, ডা. ওম প্রকাশ বিশ্বাস, মোহাম্মদ সেকান্দর আলী, মোহাম্মদ আবু আলম, মোহাম্মদ মোরশেদ, মো. সরওয়ার আলম, এ.এইচ.এম. আজাদ চৌধুরী, নুরুল আফসার মজুমদার (স্বপন), মোরশেদুল কবির, ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান, অশোক চৌধুরী, এ.কে.এম. আসাদুজ্জামান (উজ্জল), অজিত কুমার দাশ, দেবাশিষ পালিত, মোহাম্মদ গিয়াস উদ্দিন, তিলক কুমার মল্লিক, সুভ্রা চক্রবর্তী, সিতোয়াত করিম, নিখিল চন্দ্র চৌধুরী, মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাসুদেব সিন্হা, মোঃ ইউসুফ সামাদ, এডঃ খলিল আহাদ মোস্তফা আনোয়ার চৌধুরী, মোঃ হাছান, আতাউল হাকিম চৌধুরী (খসরু), মাশফিক–উল–হাসান, মোঃ মোশারফফ্ হোসেন (মিন্টু), রুবেল কান্তি ধর, স্বাগত চৌধুরী, এস এস জুবায়ের আহমেদ, রাজীব কুমার সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।