চিটাগাং সিনিয়র্স ক্লাবের পিঠা উৎসব

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়র্স ক্লাবের আয়োজনে পিঠা উৎসব ২০২৫ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও উপস্থাপনার মধ্য দিয়ে বাঙালির লোকজ সংস্কৃতিকে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, পিঠা আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের শিকড়ের সাথে আমাদের সংযুক্ত রাখে। এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। পিঠার মাধ্যমে আমরা শুধু আমাদের খাদ্য সংস্কৃতিকে নয়, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যকেও উদযাপন করি। তিনি বলেন, চট্টগ্রামের মতো শহরে এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে শহুরে জীবনধারার সাথে সংযুক্ত করার একটি সুন্দর উদ্যোগ। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা শেখানোর সুযোগ পাই। আমি বিশ্বাস করি, চিটাগাং সিনিয়র্স ক্লাবের এই উদ্যোগ চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা পালন করবে। উৎসবে আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ক্লাবের চেয়ারম্যান ডা. বিশ্বনাথ দাশ, মাশফিক উল হাসান, ফাতেমা ফেরদৌস, ডা. মেসবাহ উদ্দিন আহমেদ, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফয়সাল আলম তাসকিন, ওলিউল আবেদীন শাকিল, এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, ডা. সরোয়ার আলম, এম আর দে, ইঞ্জি. পরিমল কান্তি চৌধুরী ,ডা. বিদুৎ কান্তি বিশ্বাস, ডা. এম এস টিপু সুলতান, প্রদীপ কুমার দাশ, সোমেন কুমার দত্ত, পুলক পারিয়াল, মোহাম্মদ আলী মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধচবিতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা