আগামী ১৬ ফেব্রুয়ারি চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ত্রি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত মঙ্গলবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় তফসিল ঘোষণা করা হয়। এ সময় কোতোয়ালী থানা সমবায় অফিসার এবং নির্বাচন কমিটির সভাপতি মো. আবু বক্কর, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. জিয়াউদ্দীন এবং সদস্য আবু তাহের মো. শামীম উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল মতে– আগামী ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি দুপুর ২ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র সরবরাহ করা হবে। এছাড়া ২২ জানুয়ারি বেলা ১১টায় মনোনয়নপত্র দাখিল শুরু হবে। ২৫ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ জানুয়ারি বৈধ মনোনয়নপত্র ও বাতিলকৃত মনোনয়নপত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ এবং বৈধ/ বাতিলকৃত মনোনয়নপত্রের ব্যাপারে আপিল ২৬ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি জেলা সমবায় অফিসার নবাব সিরাজউদ্দৌলা সড়কস্থ কার্যালয়ে অফিস চলাকালীন। আপিল আবেদন, শুনানিগ্রহণ ও নিষ্পত্তি ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি সমবায় অফিসারের কার্যালয়ে, অফিস চলাকালীন। প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার (লিখিতভাবে) বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি ১১টা থেকে সমিতির কার্যালয়ে। এছাড়া ১৬ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে।












