চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির ২৫তম বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ২৫তম বার্ষিক সাধারণ সভা সমিতির প্রধান কার্যালয় চেরাগী পাহাড় সমিতির সভাপতি মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি দাউদুল ইসলাম। তিনি সকল সংবাদপত্র হকার্স ভাইদেরকে সমিতির পতাকাতলে এসে ব্যবসা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন। এতে প্রধান অতিথি ছিলেন হাজী মোস্তাফা খোকন।

বিশেষ অতিথি ছিলেন জয়নাল আবেদীন ও আবুল হোসেন। সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সম্পাদকের প্রতিবেদন পাঠ, অডিট রিপোর্ট ও বাজেট উপস্থাপন করেন ২০২২২০২৩।

২০২৩২০২৪ ও ২০২৪২০২৫ সনের মূলধন ও রাজস্ব বাজেট অডিট রিপোর্ট বাজেটের উপর বক্তব্য রাখেন, আলী আকবর মজু, আলী আহম্মদ, হাজী ইয়াসিন আবু তাহের, ওসমান গণি টিপু প্রমুখ। বিস্তারিত আলোচনার পর সাধারণ সম্পাদকের প্রতিবেদন অডিট রিপোর্ট ও বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিন নার্গিস ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসিএসটিসি হাসপাতালের ১ দশক পূর্তি