চিটাগাং রোজ ভ্যালি লায়ন্স ক্লাবের নিয়মিত সভা

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

নগরীর রোজভ্যালি সার্ভিস সেন্টারে চিটাগাং রোজ ভ্যালি লায়ন্স ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন খাজা মাঈনুদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন অ্যাড. কাজী আশরাফুল হক আনসারী। সভায় পিডিজি লায়ন শাহ আলম বাবুল বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সংস্থা। মানব সেবায় আমাদের লক্ষ্য।পৃথিবীর অনেক দেশে এই সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে ক্লাবের নেতৃবৃন্দদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জেলায় ক্লাবের অবস্থান ও সেবা কাজের পরিধি বিস্তারে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মানবতার সেবায় আন্তরিকভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানো যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন লায়ন ওসমান গনি, লায়ন এম. শওকতুল ইসলাম, লায়ন সৈয়দ মো. আইয়ুব,লায়ন আব্দুল গাফ্‌ফার চৌধুরী, লায়ন রোকেয়া শিরিন, লায়ন খালেদা জেসমিন নুর, লায়ন শহীদ সরোয়ার,লায়ন আমিনা সুলতানা ডলি,লায়ন মো. হাসান মুরাদ চৌধুরী,লায়ন মির্জা মো. মনসুরুল হক,লায়ন ইঞ্জি মো. আব্দুল মবিন, লায়ন অনিমেষ রায় চৌধুরী,লায়ন মো. আরফান আলী,লায়ন ফারাহ বেনজীর আলম,লায়ন গোলাম কিবরিয়া,লায়ন তৌফিক ফারহাদ নুর,লায়ন মো. মনজুর কাদের,লিও রাফি, লিও মামুন,লিও দেলোয়ার,লিও খলিল,লিও ফারহান,লিও মিশন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধ‘বীরকন্যা প্রীতিলতা : তুমি রবে নীরবে হৃদয়ে মম’