চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চিটাগাং মাস্টার্স। এর আগে আগ্রাবাদ মাস্টার্স, হাক্কানী ক্রিকেট ক্লাব এবং লিজেন্ড ক্রিকেট ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করেছিল। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে আগ্রাবাদ মাস্টার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। এর আগে দিনের প্রথম ম্যাচে নাইনিস উইলো ৯ উইকেটে চিটাগাং ইউনাইটেডকে পরাজিত করে সেমিফাইনালের পথে ছিল। কিন্তু চিটাগাং মাস্টার্সের জয়ের কারণে তাদেরকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো। দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা চিটাগাং ইউনাইটেড শুরুটা ভালই করেছিল। কিন্তু ১৫ ওভারের পুন নির্ধারিত ম্যাচে শেষ পর্যন্ত ৯২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন অলক নন্দী। এছাড়া টিটু ১৯, আরিফ ১৫, মাহতাব ১৩ এবং জাদিুল ইসলাম ১৫ রান করে অপরাজিত থাকেন। নাইনটিস উইলোর পক্ষে ১১ রানে ৩টি উইকেট নিয়েছেণ রিপন। জবাবে ব্যাট করতে নামা নাইনটিস উইলো জিয়াউর রহমান রানার দুর্দান্ত ব্যাটিং এর সুবাধে ১২.৫ ওভারে একটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে রানা ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক মাসুম উদ দৌলা অপরাজিত থাকেন ৪২ বলে ৩৭ রান করে। বিজয়ী দলের মাসুম উদ দৌলা ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা আগ্রাবাদ মাস্টার্স শুরু থেকেই উইকেট হারাতে থাকে। এক পর্যায়ে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে আগ্রাবাদ মাস্টার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ বলে ৩১ রান করেন মাসুদ করিম। এছাড়া একরাম ২০, ফারুখ টিটু ১৪, সুমন শাহ ১৩, আরিফ ১৩ এবং মশিউর রহমান করেন ১৫ রান। চিটাগাং মাস্টার্সের পক্ষে ১৬ রানে ৩ উইকেট নেন রাশেদ। ১০ রানে ২ উইকেট নেন কায়সার পারভেজ। জবাবে ব্যাট করতে নামা চিটাগাং মাস্টার্সের দুই ওপেনার অপু এবং মাহতাব মিলে যোগ করেন ৫৫ রান। ২৬ রান করে মাহতাব ফিরলেও অপু এবং একরামুল হক মিলে ১৬.৪ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। ৪৬ বলে ৫৯ রান করে পরাজিত থাকেন অপু। একরামুল হক অপরাজিত থাকেন ৩৩ বলে ৩৭ রান। বিজয়ী দলের মোহাম্মদ রাশেদ ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। আগামী শুক্রবার টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।