চিটাগাং মাস্টার্স এবং চিটাগাং ইউনাইটেড জয়ী

মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে চিটাগাং মাস্টার্স এবং চিটাগাং ইউনাইটেড। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে অল রাউন্ডার নাজমুল ওয়াহাব সুমনের দুর্দান্ত অল রাউন্ড পারফরম্যান্সে চিটাগাং মাস্টার্স ৯ রানে ৯০টিজ উইলোকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে চিটাগাং ইউনাইটেড ৯ উইকেটের বিশাল ব্যবধানে ওল্ড ব্রাইট এসোসিয়েশনকে পরাজিত করে। দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা চিটাগাং মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল ওয়াহাব সুমন ২৭ বলে করেন সর্বোচ্চ ৩৪ রান। এছাড়া আশফাক ৩৯ বলে ৩২, জাহেদুল ২১ বলে ১৪, রাইসুর ১১ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ৯০টিজ উইলোর পক্ষে একটি করে উইকেট নিয়েছেন খুররম, মোমিনুল, মাসুদ এবং আলি আকবর। জবাবে ব্যাট করতে নামা ৯০টিজ উইলো নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৩১ রান করেন খুররম। এছাড়া জিয়াউর রহমান ২৩ বলে ১৩, মাসুদ ২২ বলে ২৪, শাওন চৌধুরী করেন ১৬ রান। চিটাগাং মাস্টার্সের পক্ষে ১৭ রানে ৪টি উইকেট নেন সুমন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নঈম উদ্দিন, কাজি হায়দার, আজিম উদ্দিন এবং রাইসুর রহমান। বিজয়ী দলের নাজমুল ওয়াহাব সুমন ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ফরিদ আহমেদ।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা ওল্ড ব্রাইট এসোসিয়েশন নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৩১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন কায়সার পারভেজ। এছাড়া হারুন ১০, বিদ্যুত দাশ ১৮, বেলাল জুনি ১৮ এবং ইমন বড়ুয়ো করেন ১৭ রান। চিটাগাং ইউনাইটেডের পক্ষে ইমরান ২৫ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংকে ধ্বসিয়ে দেন। এছাড়া ২টি উইকেট নিয়েছেন লিপন। একটি উইকেট নেন ঈদে আমিন। জবাবে ব্যাট করতে নামা চিটাগাং ইউনাইটেডকে দারুন শুরু এনে দেন আজম ইকবাল এবং রিয়াজুল হুদা সেজান। এ দুজন ৮৭ রান করে বিচ্ছিন্ন হন। ৩১ বলে ৩৬ রান করা আজম ইকবালকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন হারুন। এরপর আর কোন উইকেট পড়তে দেননি সেজান। ১৫.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চিটাগাং ইউনাইটেড। সেজান ৪৭ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। ১৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন জাবেদ ইউসুফ। তবে ম্যাচ সেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া ইমরান। তার হাতে পুরষ্কার তুলে দেন বনজৌর রেস্টুরেন্টের ডিরেক্টর অপারেশন আক্কাস উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে ভূমিকম্প : নিরাপদে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধআকাশে ভাসছে জাহাজ, ছবি ভাইরাল!