দেশের সবচেয়ে বড় এবং চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সমৃদ্ধ কন্টেনার টার্মিনাল নিউমুরিং কন্টেনার টার্মিনালে (এনসিটি) কন্টেনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে। বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেডকে দায়িত্ব দেওয়ার পর কন্টেনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বৃদ্ধি পায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এসব তথ্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। কন্টেনার হ্যান্ডলিং আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় সরকারের পাশাপাশি বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সকলে উচ্ছ্বসিত বলে সূত্র জানিয়েছে।
জানা যায়, নিউমুরিং কন্টেনার টার্মিনাল দীর্ঘদিন ধরে পরিচালনা করছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক। এই প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নানা ধরনের সমালোচনার মুখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুনভাবে চুক্তি করা থেকে বিরত থাকে। ৬ জুলাই সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর সরকারের শীর্ষ পর্যায় থেকে এনসিটির দায়িত্ব দেওয়া হয় চিটাগাং ড্রাইডক লিমিটেডকে। বাংলাদেশ নৌবাহিনী ড্রাইডক পরিচালনা করছে। নতুন ব্যবস্থাপনায় মাত্র কয়েক বছরে ড্রাইডকের বেশ উন্নতি হয়। ড্রাইডকের সফলতা দেখে এনসিটিকে ড্রাইডকের হাতে হস্তান্তর করা হয়েছে।
গত ৭ জুলাই থেকে চিটাগাং ড্রাইডক এনসিটিতে জাহাজ ও কন্টেনার হ্যান্ডলিং করছে। এই টার্মিনালে কী গ্যান্ট্রি ক্রেন, স্ট্র্যাডাল ক্যারিয়ারসহ বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার কোটি টাকার ইকুইপমেন্ট রয়েছে। বন্দর কর্তৃপক্ষের কেনা এসব ইকুইপমেন্ট ব্যবহার করে সাইফ পাওয়ারটেক কন্টেনার হ্যান্ডলিং করত। এখন ড্রাইডকও একই ইকুইপমেন্ট ব্যবহার করে কন্টেনার হ্যান্ডলিং করছে। কিন্তু একই ইকুইপমেন্ট ব্যবহার করে ড্রাইডকের কর্মক্ষমতা সাইফ পাওয়ারটেকের তুলনায় অনেক বেড়ে গেছে।
গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু তথ্য শেয়ার করে বলা হয়, ড্রাইডক দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বন্দরে দৈনিক গড় কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনার প্রথম সাত দিন অর্থাৎ ৭ জুলাই থেকে ১২ জুলাই মধ্যরাত পর্যন্ত কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, বন্দরের কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং বেশি হয়েছে। যা একটি ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে।
এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। গত ৬ জুলাই উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।
৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কন্টেনার লোডিং–আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম চলছে। ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২,৯৫৬ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করেছে। পরবর্তীতে ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করেছে।
নিউমুরিং কন্টেনার টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পাওয়ায় ব্যবহারকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
ব্যবসায়ী নেতা মাহফুজুল হক শাহ বলেন, এর মাধ্যমে প্রমাণিত হলো যে, নিয়ম–শৃঙ্খলা, সততা, আন্তরিকতা এবং দেশপ্রেম যেকোনো ভালো কাজের অন্যতম নিয়ামক হয়ে ওঠে। চট্টগ্রাম বন্দরে সাত দিনের যে অর্জন তা সামনের দিনগুলোতেও অক্ষয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।