চিটাগাং চেম্বার নির্বাচন দুই সপ্তাহ স্থগিত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিদের শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন দুই সপ্তাহ স্থগিত করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ নির্বাচন স্থগিতের রায় প্রদান করেন। ফলে আগামীকাল শনিবার চিটাগাং চেম্বারের নির্বাচন হচ্ছে না। চেম্বার কর্তৃপক্ষ আদালতের নির্দেশনায় নির্বাচন স্থগিতের বিষয়টি সংশ্লিষ্ট সকল সংস্থাকে জানিয়ে দিয়েছে। চট্টগ্রাম চেম্বারের ট্রেড ও টাউন গ্রুপের অকার্যকর সদস্যের নির্বাচনে অংশগ্রহণ বাদ দিতে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন চট্টগ্রাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। আদালতেও এ বিষয়ে রিট করেন তিনি। চট্টগ্রাম চেম্বারের সদস্যদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে এবং ৩ জন টাউন অ্যাসোসিয়েশন ও ৩ জন ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুই সহসভাপতি। তবে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে এবার পরিচালক হওয়ার পথে ছিলেন তিনজন করে মোট ছয়জন, তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন না। ২০১৩ সালে সর্বশেষ চিটাগাং চেম্বারে ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এ প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

এদিকে চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী গতকাল দৈনিক আজাদীতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত পত্রে পূর্ব ঘোষিত তফসিল অনুসারে আগামীকাল (১ নভেম্বর) শনিবার চেম্বারের ভোট গ্রহণ কার্যক্রম আদালতের আদেশ প্রতিপালনে স্থগিত করা হলো।

ইতোমধ্যে সিসিসিআই নির্বাচন কমিশন ও চেম্বার কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন, সিটি কর্পোরেশন, ট্রাফিক, আনসার, পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের নিকট প্রেরিত পত্রের কার্যক্রমও স্থগিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ছাত্রদলকর্মী হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৬ বছর আগে চট্টগ্রাম থেকে ‘অপহৃত’ কাস্টমস কর্মকর্তার লাশ মিলল ফেনীতে