দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোটার আইডি কার্ড বিতরণ আজ বুধবার থেকে শুরু হচ্ছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন চিটাগাং চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটার আইডি কার্ড দেওয়া হবে। আইডি কার্ড গ্রহণের সময় স্ব–স্ব প্রতিষ্ঠানের হালনাগাদ অরিজিনাল চেম্বার সার্টিফিকেট দেখাতে হবে।