চট্টগ্রাম চেম্বারের পরিচালকমন্ডলীর নির্বাচন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী নির্বাচনের ৬০ (ষাট) দিন পূর্বে সদস্যপদ নবায়নকৃতরা নির্বাচনে প্রার্থী ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এতে করে ১ সেপ্টেম্বর বিকেল ৫টার সদস্যপদ নবায়নের জন্য চেম্বার সদস্যদের অনুরোধ করে বলা হয়েছে যে, গত ৩০ জুন পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের চেম্বার সদস্যপদ রয়েছে তাদের নবায়ন কার্যক্রম ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। ১ সেপ্টেম্বরের মধ্যে নবায়নকৃত সদস্যবৃন্দ বিধি মোতাবেক আসন্ন নির্বাচনে প্রার্থী হতে ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও চেম্বারের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।