পটিয়ায় চিটাগাং চাইল্ড গ্রামার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক অনামিকা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর ও কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লায়ন হাকিম আলী। প্রধান আলোচক ছিলেন স্কুলের সভাপতি বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যক্ষ আজিম উদ্দিন ও স্কুলের পরিচালক অধ্যাপক সেলিনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ তারেক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্ররা নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।