সম্প্রতি সফররত ঢাকা ক্লাব ও চিটাগাং ক্লাবের মধ্যে চারটি খেলায় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরমধ্যে স্নুকার, গলফ এবং লন টেনিসে চিটাগাং ক্লাব জয় লাভ করে। অন্যদিকে ক্রিকেট ম্যাচে জয় পায় ঢাকা ক্লাব। গত ১০ মার্চ ক্লাব হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ক্লাব চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান (রুবেল),শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ মো. মোসলেহ উদ্দিন আহমেদ (অপু) এবং লন টেনিস ও গলফ বিভাগের মেম্বার ইনচার্জ সালামত উল্লাহ বাহার। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), আবু আহমেদ হাসনাত, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ এয়াকুব, মো. রফিকুল ইসলাম মিয়া বাবুল. সিসিএল ক্রিকেট সাব কমিটি কনভেনর মীর্জা সালমান ইস্পাহানী প্রমুখ উপস্থিত ছিলেন। সিসিএল মেম্বার সুলতানুল আবেদীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা ক্লাব নির্বাহী কমিটির সদস্য প্রফেসর জাহাঙ্গীর চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।