চিটাগাং ক্লাবে স্নুকার ও পুল টুর্নামেন্ট শুরু

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্লাব লিঃ আয়োজিত বারকোড রিটজি গ্রুপ স্নুকার এন্ড পুল টুর্নামেন্ট গত ৯ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন চিটাগাং ক্লাব স্নুকার রুমে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চিটাগাং ক্লাব লিঃ’র সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদ্বয় বারকোড রেস্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং রিটজি গ্রুপের এমডি মীর্জা জামশেদ আলী। স্বাগত বক্তব্য রাখেন স্নুকার ও পুল বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক।
অন্যান্যের মধ্যে সিসিএল কমিটি মেম্বার জাবেদ হাশেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), এস এম শফিউল আজম, সাবেক কমিটির মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ প্রমুখ ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাফি বিন রিয়াজ।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিয়া ফিটনেস ক্লাবের ১ম বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধনিমতলা প্রিমিয়ার ক্রিকেট লিগ সম্পন্ন