চিটাগাং ক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এ . এ. জি মুরতজা হারুন স্মৃতি স্নুকার টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সিসিএল চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে বদরুর রহিম চৌধুরী, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, প্রফেসার ডা. সাইফুদ্দিন মো. তারেক, এস এম আবু তৈয়ব, ডা. ওমর ফারুক ইউসুফ,এম এ সালাম, জসিম উদ্দিন এবং সাবেক কমিটি মেম্বার সোলায়মান আলম শেঠ ছাড়াও প্রয়াত ডা. হারুন তনয় এ এ জি তসাদ্দক মুরতজা প্রমুখ। স্নুকার মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগির ,ক্লাব নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে জাবেদ হাসেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, মাহবুবুল কবির খান শান্তুনু,এসএম শফিউল আজম ছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আল ছগির ছুট্টু,শাহজাদা আলম,মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ এবং নুর উদ্দিন জাবেদ সহ বিপুল সংখ্যক ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্নুকার কনভেনার মাহতাব উদ্দিন চৌধুরী হুমায়ুন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাতে ফাইনাল খেলা সম্পন্ন হয়। খেলায় সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ ৬-৪ ফ্রেমে সিসিএল স্নুকার মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হককে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।