চিটাগাং ক্লাবে সম্পন্ন হলো পিঠা ফুল ও বই উৎসব

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব লিমিটেডে প্রতি বছরের ন্যায় এবারও সম্পন্ন হলো পিঠা, ফুল ও বই উৎসব। চট্টগ্রামের মুখপত্র হিসেবে খ্যাত, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী ও সিসিএল জেনারেল কমিটির সদস্য তৌফিক ফরহাদ নুরের যৌথ পৃষ্ঠপোষকতায় গতকাল ক্লাবের সুইমিংপুল জুড়ে সকাল থেকে শুরু হয় উৎসব। গ্রামীণ সাজে সজ্জিত এই মেলায় ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলা, দেশ ও মাটির গান, পুতুল নাচ, স্টেজ ম্যাজিক, বেলুন শুট, নানা স্বাদের পিঠাপুলির স্বাদ নিয়ে মাতোয়ারা ছিলেন ক্লাবের সদস্য এবং সন্তানসন্ততিরা। পিঠাপুলী নিয়ে অংশ নেয় স্বাদ বিলাস, ফ্রেশ ফাস্ট বাই সানজিদা, সামিনাজ ক্যাটারিং, পঞ্চপদ, ডিস এন্ড ডেজার্ড, ইন এন্ড আউট ফুড ইত্যাদি। এছাড়া উদ্যোক্তা চিটাগাং ক্লাবের পক্ষ থেকে সৌজন্যমূলক মোয়া মুড়ি, সিঙ্গারা, জিলাপি, চিত্‌ই, ধোঁয়া, ছরচরি ইত্যাদি পিঠার স্বাদ নেয় উপস্থিত দর্শকবৃন্দ। গোলাপসহ নানা জাতের মৌসুমী ও দেশী বিদেশী ফুলের টব নিয়ে মেলায় অংশ নেয় চিটাগাং ক্লাব গার্ডেন বিভাগ। এর পাশাপাশি ছিল কারেন্ট বুক সেন্টার ও বিচিত্রা লাইব্রেরির মত বুক স্টল। যেখানে পাঠক প্রিয় প্রচুর বই বিকিকিনি চলে। রাত ১০টা পর্যন্ত সংগীতানুষ্ঠান আর গ্রামীণ আবহে সাজসজ্জায় পুরো সুইমিংপুল এলাকা জুড়ে ছিল নাগরিক কোলাহলে ব্যতিক্রম উৎসবের আমেজ। বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চিফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ) এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এই সময় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এই সময় সাবেক লায়ন গভর্নর কামরুন মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকসহ আজাদী পরিবারের সদস্যবৃন্দ, সিসিএল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ), জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), শেখ হাসান জামান, দিলদার আহমেদ ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব লাইব্রেরি ও গার্ডেন বিভাগের মেম্বার ইনচার্জ তৌফিক ফরহাদ নুর। অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মালেক উৎসবের আয়োজক চিটাগাং ক্লাবের প্রশংসা করে বলেন, জ্ঞানীরা ফুলকে ভালোবাসতেন। ফুলকে ভালোবাসার কথা বলে গেছেন। তিনি উদ্বৃতি দিয়ে বলেন, ‘তোমার যদি দুই পয়সা থাকে তাহলে তার অর্ধেক ফুলের জন্য ব্যয় কর’। ফুলের সৌন্দর্য মানুষের মনপ্রাণ প্রফুল্ল করে, বই বন্ধুর ভূমিকা পালন করে, ঐতিহ্যের পিঠাপুলি আমাদের অতীত ফিরে দেখতে সহায়তা করে। তাই আজকের এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিটাগাং ক্লাবের এই আয়োজনের সফলতা কামনা করেন।

উৎসবের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ করেন সিসিএল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ। এসময় দৈনিক আজদীর পরিচালনা সম্পদক ওয়াহিদ মালেক বলেন, দৈনিক আজাদী এই ধরনের আয়োজনের সাথে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই উৎসবে দৈনিক আজাদীকে সাথে রাখবার জন্য তিনি চিটাগাং ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লাইব্রেরি ও গার্ডেন বিভাগের মেম্বার ইনচার্জ তৌফিক ফরহাদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎসবে যোগ দেয়া স্টলগুলোর মধ্যে সেরা সজ্জিত দোকান হিসেবে ডিস এন্ড ডেজার্ড, সেরা স্বাদের পিঠার জন্য পঞ্চপদ এবং রকমারী স্বাদের পিঠার জন্য সামিনাজ ক্যাটারিংকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের ছেলেমেয়েদের মাঝে অর্ধশতাধিক গল্পের বই উপহার প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গুলিবিদ্ধ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৭৮৬