চিটাগাং ক্লাবে সকার টার্ফ উদ্বোধন

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) এ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফুটবল মাঠ (সকার টার্ফ) উদ্বোধন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর সোমবার নব নির্মিত এই ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। তিনি গোল পোস্টে বল নিক্ষেপের মধ্য দিয়ে সকার টার্ফের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব জেনারেল কমিটির সদস্য ও মেম্বার ইনচার্জসকার জাবেদ হাশেম নান্নু। এই সময় উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ), ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাছান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্পোরেট ফুটসাল কার্নিভালের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিকেএসপি’র ৫০ কিংবদন্তি খেলোয়াড়ের তালিকা প্রকাশ