চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত রবি শংকর দাশ মেমোরিয়াল স্নুকার টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৪ জুন বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়। দ্বৈত ফাইনালে এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি ও সৈয়দ আরশাদুল হক জুটি ৩-১ ফ্রেমে ফাহাদ বিন ফারুক ও শাহাবাজ মুনতাসির চৌধুরী জুটিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।