চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিষ্টীয় বড় দিন ২০২৫ উদযাপিত হয়। ২৫ ডিসেম্বর সান্তা ক্লজ অবয়বে সজ্জিত বিশেষ ব্যক্তি কর্তৃক শিশুদের মাঝে বিশেষ উপহার বিতরণ করা হয়। পরস্পর শুভেচ্ছা বিনিময় ও কেক কাটাসহ নানা আয়োজনে সপরিবারে অংশগ্রহণ করেন ক্লাব সদস্যগণ। দিনের কর্মসূচির শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ।
এসময় ভাইস চেয়ারম্যান, মেম্বার ইনচার্জ–বিনোদন সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য জাবেদ হাসেম (নান্নু), ডাঃ ফাহিম হাসান রেজা, মোহাম্মদ সরওয়ার হাসান, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক মেম্বার ইনচার্জ বিনোদন মোহাম্মদ শাহ একরাম প্রমুখসহ ও ক্লাব সদস্য তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।












