চিটাগাং ক্লাবে বিশেষ সক্ষমতাসম্পন্ন শিশুদের জন্য কর্মসূচি উদ্বোধন

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব সদস্যসদস্যাদের ছেলেমেয়েদের জন্য পরিচালিত বিশেষভাবে সক্ষম শিশু বিকাশ কেন্দ্রে শুরু হলো মানসিক ও শারীরিক বিকাশে বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। এতে জিম, বাস্কেটবল ও ফুটবল প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে এই বিশেষভাবে সক্ষম শিশুরা। বছরব্যাপী এই কর্মসূচি প্রতি শনি ও মঙ্গলবার চলবে। গত ১৩ ফেব্রুয়ারি চিলড্রেন কর্নারে (সিসিএল হেল্‌থ ক্লাবের নীচ তলায়) এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান নাদের খান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন, ক্লাবের ভাইস চেয়ারম্যান ও চিলড্রেন ডেভলাপমেন্ট কমিটির মেম্বার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিএল নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, শেখ হাসান জামান, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। কর্মসূচির তত্ত্বাবধায়ক ও চিলড্রেন ডেভলাপমেন্ট সাব কমিটির কনভেনার ডা. ফাহিম হাসান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে চৌধুরী নাঈম রহমান, তেহসিন জোহাইর, রুমানা হায়াত, ডা. সাফিয়া আলম, শায়লা মাহমুদ, মিনহাজউদ্দিন শাকিল, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইয়াকুব এবং মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামীর জন্য বাংলাদেশ একটি উন্মুক্ত ভূমিতে পরিণত হয়েছে
পরবর্তী নিবন্ধচুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন