চিটাগাং ক্লাবে সিসিএল-নাইট রাইডার মোটরস বার্ষিক লন টেনিস টুর্নামেন্ট গত ২৪ নভেম্বর বুধবার থেকে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেনে চিটাগাং ক্লাব লিঃ’র ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লন টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ মাহবুবুল কবির খান শান্তুনু। চিটাগাং ক্লাব লিঃ’র নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ হাবীব রনি, আলী আহসান সেলিম, মোহাম্মদ আজিজুল হাকীম, এ এ, এম, ইমতিয়াজ চৌধুরী রকি, মনজুরুল আলম পারভেজ, টেনিস সাব কমিটির কনভেনার মো. সোলায়মান সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার এই সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করছে নাইট রাইডার মোটরস লিঃ। প্রেস বিজ্ঞপ্তি।