চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইনোবেটিভ অনলাইন লিমিটেড (আইওএল)। ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ৩-২ গোলে রিটজিকে হারায়। গত ২২ নভেম্বর সন্ধ্যায় ক্লাবের নিজস্ব সকার মাঠে অনুষ্ঠিত খেলার নির্দিষ্ট সময় শেষে কোন গোল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। চিটাগাং ক্লাব সকার বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি খেলার শুরুতে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। এই সময় উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং সিসিএল কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, ইমতিয়াজ হাবীব রনি, রুমানা হায়াত, মহাবুবুল কবির খান শান্তুনু, আলী আহসান সেলিম, মঞ্জুরুল আলম পারভেজ এবং সকার কনভেনার আশীষ ভদ্র সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্লাব মেম্বার হুমায়ুন কবির পাটোয়ারী এবং আবুল মাসুদ চৌধুরী।