চিটাগাং ক্লাবে বার্ষিক টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত বার্ষিক টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্প্রতি সম্পন্ন হয়েছে। মেম্বার ডাবলসের ফাইনাল খেলায় দ্বৈতে চ্যাম্পিয়ন হন জাবেদ হাসেম নান্নু এবং সাজ্জাদ জুটি, রানার্স আপ হন পারভেজ এম ইউসুফ মোহন এবং এ এ এম শাহনেওয়াজ খান জুটি। সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন শেখ হাসান জামান, রানার আপ হন ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ। এর আগে মহিলা ডাবলসে চ্যাম্পিয়ন হন কীরান আজিম এবং জেছমিন ইসলাম জুটি, রানার্স আপ হন রাফিয়া ইসলাম মিনি এবং ফারজানা হাকীম জুটি। মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন জেসমিন ইসলাম, রানার আপ রাফি ইসলাম মিনি এবং মেম্বার পুত্র সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন মিফতাহুল ইসলাম এবং রানার আপ হন সামির হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের রেকর্ড গড়া বছর
পরবর্তী নিবন্ধআজ অবসরের ঘোষণা দেবেন আগুয়েরো