চিটাগাং ক্লাবের বার্ষিক টেবিল টেনিস টুর্নামেন্টের তিনটি ইভেন্টের ফাইনাল খেলা গত রোববার সম্পন্ন হয়েছে। খেলায় সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন শেখ হাসান জামান ও রানার আপ হন জাবেদ হাশেম নান্নু। ডাবলসে চ্যাম্পিয়ন হন এহসান উদ্দিন আহমেদ খান ও শেখ হাসান জামান জুটি এবং রানার্স আপ হন পারভেজ এম ইউসুফ মোহন ও এ এ এম শাহনেওয়াজ খান। মেম্বার সান সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন সৈয়দ মোহাম্মদ আশফাক উদ্দিন (আইনান) এবং রানার আপ হন তাইজুন সাইফুদ্দিন। ফাইনাল খেলায় টেনিস ও টেবিল চেনিস বিভাগের মেম্বার ইনচার্জ আবু আহমেদ হাসনাত সহ বহু ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। পেডরোলো এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে। প্রেস বিজ্ঞপ্তি।